Kolkata Midnight Talk

প্রতিদিন আমাদের সাথে অসংখ্য ঘটনা ঘটে। সেই সকল ঘটনা যেগুলো আমরা কেউ শেয়ার করার মতোন কাউকে পাইনা, আমাদের ব্লগে সেই সকল অজানা গল্প, অবলা পোষ্য সংক্রান্ত বিভিন্ন লেখা ছাড়াও কিছু লেখকের ভূত ও ভালোবাসার গল্প পাবেন। আশা রাখছি আমাদের পাশে আপনাদের মতোন বন্ধুদেরকে সবসময় পাবো।

LightBlog

Breaking

শনিবার, ৬ মে, ২০২৩

মে ০৬, ২০২৩

বিড়ালের ভিডিও'টি সম্পূর্ণ ভুয়ো।


একটি বিড়াল এর ভিডিও চারদিকে ছড়িয়ে পড়েছে। অনেক এ এই ভিডিও দেখে আতংকিত হচ্ছে কিংবা ভয় পাচ্ছে আসলে এই ভিডিওটি সত্যি নয়।

এটি তৈরী করা "ডিজিটাল ফরেনসিক এক্সপার্ট" রা বিষয়টি নিয়ে একটি গবেষণা রিপোর্ট প্রকাশ করেছে। 

ভিডিওটি প্রথম ইউটিউব এ আপলোড করা হয় ২০০৫ সালে। তখন ভিডিও টি অনেক ভাইরাল হয় সেই সময়ে এবং এটি নিয়ে অনেক আলোচনা হয়। 

এই সময়ে আমেরিকান সংস্থা নাম "American Society for the Prevention of Cruelty to Animals (ASPCA)"

ভিডিওটি নিয়ে তদন্ত করে এবং তদন্তে রিপোর্ট এ পায় যে ভিডিওটি ভুয়া এবং এটি বিশেষ Graphical Effect এর মাধ্যমে তৈরী করা হয়েছে। 

এবং বাস্তবে কোন বিড়াল এর কিছু হয়নি। 

তারা আরো বলে "The ASPCA noted that the video’s audio did not match the movements of the cat and that the cat appeared to be computer-generated."

তবে ভিডিওটি দয়া করে কাউকে শেয়ার না করার জন্য উৎসাহিত করতে বলা হয়েছে তাই দয়া করে এই কাজ করা থেকে সবাই বিরত থাকুন। এই পোস্ট দেওয়ার মানে হচ্ছে যে আপনারা দয়া করে কেউ আর এই টপিক নিয়ে আলোচনা করবেন না এবং এই ভিডিও শেয়ার করবেন না এটা বলার জন্য।

নোট: ভিডিওটি সত্যি হোক কিংবা মিথ্যা এইরকম ভিডিও শেয়ার করলে অনেক এই ভাইরাল হওয়ার জন্য এমন কাজ করে বসতে পারে। প্লিজ এই টপিক নিয়ে আলোচনা বন্ধ করুন।

কারণ আমাদের মানুষ জাতির মোরালিটি বিলুপ্তের পথে। তাই এই জিনিস একদম শেয়ার করা বন্ধ করুন সকলে। আলোচ্যে আর্টিকেল সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট থেকে নেওয়া।

Courtesy - Abdullah Al Jaber

সবশেষে যাইহোক। প্লিজ এই বিড়ালের ব্লে!ন্ডিং করার খবর'টা প্লিজ আর ছড়াবেন না৷ অনেকে শারিরীক ওহ মানসিক ভাবে অসুস্থ হয়ে যাচ্ছেন এই ভিডিওটি দেখে।
Note - পুরো ইনফরমেশনটি সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত এর সত্যতা যাচাই করে দেখা হয়নি। অনেকে এই ভিডিওটি দেখে হতাশা ও ডিপ্রেশনে চলে যাচ্ছিলো যদি এই ঘটনাটি ভুয়ো হয়ে থাকে তবে এই লেখাটি পড়ে অনেকে স্বস্তি বোধ করবে। আমরা কোনো কুয়েলিটির প্রচার করিনা। সকল বাচ্চারা ভালো থাকুক, সুস্থ থাকুক।
মে ০৬, ২০২৩

জীবন্ত বিড়ালকে ব্লেন্ডা!রে ঢুকিয়ে ব্লে!ন্ড করলো এক ব্যক্তি।

বিড়ালের এই ভিডিওটি মস্তিষ্কের জন্য খুবই অস্বাভাবিক একটা বিষয়। ছোটো এই ভিডিওটি রাতের ঘুম কেড়ে নেবে। কতটা নীচে নামলে মানুষ এমন কাজ'টা করে ভাবা যায়?

ইতিমধ্যে অনেকেই দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপ। যেখানে দেখা যাচ্ছে একটি বিড়াল'কে ব্লেন্ডারে ঢুকিয়ে তার উপর অত্যাচারী করা হচ্ছে। ব্লেন্ডারটি অন-অফ করে বিড়ালটিকে মরন যন্ত্রনা দেওয়া হচ্ছে। বারবার ব্লেন্ডারটি খুলছিল যতক্ষণ না বিড়ালের পা ফেটে যায় এবং বিড়ালের পা ভেঙে যায় এবং তার পেট ভেঙে যায় এবং তার অন্ত্র থেকে থুতু বের হয়, তার পরেও, বিড়ালটি জীবিত ছিলো, বিড়ালটি জোরে জোরে শব্দ করছিলো প্রাণপণে বাঁচার জন্য কিন্তু ওই পিশাচটা তখনো থামেনি। এখানেই শেষ নয়। এরপর সে বিড়ালটিকে মাইক্রোওয়েভে রেখেছিল যতক্ষণ না পর্যন্ত বিড়ালটি মারা যায়। 

ছবি - সোশ্যাল মিডিয়া
সংগৃহীত

অনুমান করা হচ্ছে লোকটা সম্ভবত চিনের কারন ওই ব্লেন্ডারে চিনা ভাষায় লেখা ছিলো। আর উনি ২০১৩ সাল থেকেই এমন বিড়ালের উপর নির্যাতন করতেন। এর জন্য তার দুই মাসের জেলও হয়েছিল। সে এবার লিমিট ক্রস করে ফেলেছে। সে পুরো একটা সাইকো,আগা গোড়া সব মিলিয়ে। ২০১৩ সালে তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হওয়ার পর থেকে সে বিড়াল সহ্য করতে পারে না কারণ তার গার্লফ্রেন্ড বিড়াল পছন্দ করত। আর এটা তাকে পুরো সাইকো করে তুলেছে। বিড়ালটাকে দুই/তিনবার ব্লেন্ড করার পর ওটাকে ওভেনে ঢুকিয়েছে। কিছু বলার ভাষা নাই
বিড়ালটাকে ব্লেন্ডারে জীবন্ত ব্লে/ন্ড করার পরও বেঁচে ছিলো, তাই আবার মাইক্রোওয়েভ এ ঢুকিয়েছে ওই ব্যক্তি..


এখন পর্যন্ত, পশু নির্যাতনকারীর অবস্থান ট্র্যাক করা হয়েছে, দর্শকরা তার আইপি ঠিকানা ছড়িয়ে দিয়েছে এবং তাকে কারারুদ্ধ করা হয়েছে, আমি যতদূর জানি, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে।



সতর্কতা: হার্টের অজ্ঞান হওয়ার জন্য আপনার নিজের ঝুঁকিতে দেখুন, এটি দেখবেন না কারণ এই ভিডিওটি বিরক্তিকর, আর এইভিডিও বেশী ভাইরাল হলে এই ধরনের সাইকো মানুষগুলোর সংখ্যা আরও বৃদ্ধি পাবে। আমাদের উচিৎ এই ভিডিওটি না দেখা।

সোশ্যাল মিডিয়ার তথ্য অনুযায়ী, ভিডিওটির উৎস স্পষ্ট নয়, তবে এটি ডার্ক ওয়েব থেকে উদ্ভূত হয়েছে বলে বিশ্বাস করা হয়।  ভিডিওটি প্রথম টুইটারে 22শে এপ্রিল, 2023-এ শেয়ার করা হয়েছিল, “@DarkBlender” হ্যান্ডেল সহ একজন ব্যবহারকারী।  ব্যবহারকারী তখন থেকে তাদের অ্যাকাউন্ট মুছে ফেলেছে, এবং ভিডিওটি টুইটার থেকে মুছে ফেলা হয়েছে, তবে এটি ভাইরাল হওয়ার আগে নয়। 

যেহেতু এই আর্টিকেল'টি সোশ্যাল মিডিয়ার তথ্যে অনুযায়ী লেখা হয়েছে। এর কোনো সত্যতা যাচাই করবার মতোন উপযুক্ত প্রমান নেই আমাদের কাছে। তবে আমরা যখনি কোনো উপযুক্ত তথ্যে পাবো সেটি পুনঃরায় সংযোগ করবো। ভুলত্র‍্যুটি মার্জনীয় এনিমেল দের উপর অত্যাচার হলে চেষ্টা করুন রুখে দাঁড়ানোর


তথ্যে ওহ ছবি - ফেসবুক
Source - https://m.facebook.com/photo.php?fbid=1424979861402009&id=100016700261570&set=a.128064487760226&eav=AfbZzJch1VE2j9zYv2Uhc8aWvLuTH36QfpDWjpLRooBO4-yrAp2XrDM5ma_-bPYxtvk&paipv=0&__tn__=EHR

ভিডিও - ফেসবুক

অঙ্কিতা দিদি ও দিদির ছানাপোনা

বন্ধুরা সবাই কেমন আছো? অনেকদিন পর আবারো একটা গল্প নিয়ে চলে এলাম।  যেই গল্পের মুখ্য চরিত্র কাজল, আলু আর মায়াকে নিয়ে। অঙ্কিতা দিই হচ্ছে এই বাচ...