Kolkata Midnight Talk

প্রতিদিন আমাদের সাথে অসংখ্য ঘটনা ঘটে। সেই সকল ঘটনা যেগুলো আমরা কেউ শেয়ার করার মতোন কাউকে পাইনা, আমাদের ব্লগে সেই সকল অজানা গল্প, অবলা পোষ্য সংক্রান্ত বিভিন্ন লেখা ছাড়াও কিছু লেখকের ভূত ও ভালোবাসার গল্প পাবেন। আশা রাখছি আমাদের পাশে আপনাদের মতোন বন্ধুদেরকে সবসময় পাবো।

LightBlog

Breaking

সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

সেপ্টেম্বর ২৫, ২০২৩

অঙ্কিতা দিদি ও দিদির ছানাপোনা

বন্ধুরা সবাই কেমন আছো? অনেকদিন পর আবারো একটা গল্প নিয়ে চলে এলাম।  যেই গল্পের মুখ্য চরিত্র কাজল, আলু আর মায়াকে নিয়ে। অঙ্কিতা দিই হচ্ছে এই বাচ্চাগুলোর অভিভাবিকা। বাকি বাচ্চাদের মতোন গল্পটা শুরু হলেও তবে প্রতিটা বাচ্চারই আলাদা কিছু গল্প আছে।

(১)


আলু আর কাজল ভীষণ দুষ্টু....আর খাওয়ার ব্যাপারে ছোটো রাক্ষস... ওতো আমার বড়ো গুলো খেতে পারেনা...আর ভীষণ দুষ্টু...সারাবাড়ি মাথায় করে দেয় দুষ্টুমিতে আর ওদের মায়ের কাছে বেশী দুষ্টুমি করলেই মার খায় আমরা আবার গিয়ে ঠেকাই।


(২)

আর মায়া...ওকে বাজার থেকে কুড়িয়ে পেয়েছিলাম ২ বছর আগে...তখন ওর মাস তিনেক বয়স...দেখে কেমন জানি মায়া হয় আর নিয়ে আসি। ওর নাম দিই মায়া. কিন্তু এতোবছর ধরে ও আছে আমাদের ঘরে কিন্তু ও খালি আমায় ভালোবাসে বেশি ভরসা করে সবচেয়ে বেশি

(৩)

তারপর আমার বিয়ে হয়ে যায় গতবছর আমি চলে আসি...তারপর ও আস্তে আস্তে করে কেমন যেন হয়ে যেতে থাকে...ঘরে থাকেনা...খেতোনা ঠিক...রোগ বাধালো এই করে করে...আমার বোন মা ডাক্তার দেখিয়ে ঠিক করে আনলো...সেই তখন ওরা ওষুধ স্যালাইন করেছে তাতে আরো সমস্যা...আরোই ট্র!মা হয়ে গেছে...আর সারাদিন খালি মনম!রা হয়ে ঘুরতো খালি...

  এনি হচ্ছে কাজল

(৪)

আমি আবারো বাপের বাড়ি ফিরে ওকে যেই কাছে আনলাম আবার ঠিক হয়ে যাচ্ছে তখন আস্তে আস্তে...কিন্তু আমি তো আবার ফিরে যাবো জানিনা তখন কি করবে ও...

এই ছিলো আজকের গল্প। আবারো হাজির হবো খুব তাড়াতাড়ি আরও নতুন কিছু গল্প নিয়ে। এখন আপনারাও চাইলে নিজেদের পোষ্যদের ছবি সহ মজার মজার অভিজ্ঞতা আমাদের কাছে শেয়ার করতে পারেন৷ আমরা সেটি সকল চারপেয়ে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবো।

লেখা ও ছবি - অঙ্কিতা দাস দিদিভাই।
সকলে অঙ্কিতা দিদি ও তার ছানাপোনাদের জন্য প্রার্থনা করবেন। যাতে ওরা সকলে ভালো থাকে, সুস্থ থাকে।

অঙ্কিতা দিদি ও দিদির ছানাপোনা

বন্ধুরা সবাই কেমন আছো? অনেকদিন পর আবারো একটা গল্প নিয়ে চলে এলাম।  যেই গল্পের মুখ্য চরিত্র কাজল, আলু আর মায়াকে নিয়ে। অঙ্কিতা দিই হচ্ছে এই বাচ...