এনিই সেই ইছাপুরের সেই ওষুধের দোকানের মালিক।
আমাদের চারিপাশে এমন অনেক মানুষ আছে যারা সামাজিক মাধ্যমে বিশেষ বিখ্যাত না হলেও তাদের উদারতা ও দয়ালু মনের জন্য সবার মনে যায়গা করে নেয় অতি সহজেই।
২২ শে মার্চ থেকে লকডাউন শুরু হয়েছে..এই লকডাউনে একদিকে যেমন অনেক মানুষ চাকরি হারিয়েছে ঠিক অন্যদিকে সবজি বাজারের জিনিসপত্রের গায়ে হাত দিলেই ছ্যাঁকা খাচ্ছে অনেক বাঙালি।
এখন সকলেই চিন্তিত পরবর্তী পরিস্থিতি নিয়ে, তবে এই যে ভদ্রলোকটির কথা জানতে চলেছেন আপনারা, এনিও কিন্তু আমার আর আপনার মতোন সাধারণ মানুষ তবে তিনি তার কাজের জন্য মন জিতেছেন পশুপ্রেমীদের।
হ্যাঁ ঠিক শুনেছেন,
এই ভদ্রলোকের কথা মনে আছে নিশ্চয়??মনে না থাকার-ই কথা।
এই ভদ্রলোককে অনেকেই চেনেন না। আসুন পরিচয় করানো যাক। এনি হলেন জয়গুরু ফার্মেসী নামের একটি ওষুধের দোকান টির মালিক। ইছাপুর বিধানপল্লী হাইস্কুলের কাছাকাছি এনার ওষুধের দোকান।
বিগত লকডাউন চলাকালীন "ichapur animal lovers" গ্রুপের টিম মেম্বার-রা যখন ওনার দোকানের কাছাকাছি কিছু রাস্তার পোষ্য কুকুরের ট্রিটমেন্ট করছিলো তখন উনি নিজে "ichapur animal lovers" গ্রুপের টিম মেম্বার-দের সম্পুর্ণ বিনা পয়সায় চিকিৎসা সামগ্রী প্রদান করেছে। ওষুধ,ইঞ্জেকশন, ব্যান্ডেজ আরও অনেক কিছু।
লকডাউনের মতোন সময়ে যেখানে কিছু লোক জিনিষপত্র চরাদামে বিক্রি করেছে, যেখানে আজকালকার সময়ে কেউ কেউ ফ্রী-তে পাওয়া কোনো জিনিস ও দিতে ও ছাড়তে চায়না..সেখানে এই ভদ্রলোক রাস্তার অবলা পোষ্যরা যাতে সুস্থ ও স্বাভাবিক থাকে সেজন্য মনুষ্যত্বের হাত বাড়িয়ে দিয়েছেন। এনাকে দেওয়ার মতোন কোনো প্রশংসাতুল্য বাক্য না থাকলেও, এনার কাজ যথেষ্ট প্রশংসনীয়।
অবলা পশুদের জন্য এনি যেইভাবে এগিয়ে এসেছেন, সেইরকম ভাবে যদি আরও অনেক সহোযোগিতার হাত বাড়িয়ে দেয় তবে আর যাই হোক অনেক অবলাজাতি প্রাণ ফিরে পাবে।
তথ্যসূত্র - ফেসবুক পেজ Together Forever For Voiceless