Kolkata Midnight Talk

প্রতিদিন আমাদের সাথে অসংখ্য ঘটনা ঘটে। সেই সকল ঘটনা যেগুলো আমরা কেউ শেয়ার করার মতোন কাউকে পাইনা, আমাদের ব্লগে সেই সকল অজানা গল্প, অবলা পোষ্য সংক্রান্ত বিভিন্ন লেখা ছাড়াও কিছু লেখকের ভূত ও ভালোবাসার গল্প পাবেন। আশা রাখছি আমাদের পাশে আপনাদের মতোন বন্ধুদেরকে সবসময় পাবো।

LightBlog

Breaking

শনিবার, ২৫ জুলাই, ২০২০

হাতুড়ে ডাক্তার কিংবা বিক্রেতাদের হাতে নিজের সারমেয়দের তুলে দেওয়ার থেকে বিরত থাকুন।

বিষয় - হাতুড়ে সারমেয় ডাক্তার
ছবি - Titly Mandal
দু-চারটে কুকুরের maggot কেস ঠিক করে আজকাল অনেকেই নিজেদের বড়ো পশু চিকিৎসক ভাবে। এদের মধ্যে হয়তো অনেকেই আছে যারা কিনা ঠিকমতোন ইঞ্জেকশনটা ধরতে পারেনা হাত কাঁপে, তারাই আবার চলে পশু চিকিৎসা করতে। চিকিৎসা জিনিসটা বাজারে আলু-পটল বিক্রী করা নয় হে দাদা। 

আজকাল অলিতে-গলিতে আমরা অনেক ধরণের চিকিৎসক দেখতে পাই,তাদেরকে আপনারা যেটাই জিজ্ঞেস করবেন তারা মাথা নাড়াবে সবকিছুতেই..তারপর বলবে এটা তো আমি জানি। 

আরে আপনারাই যদি সবকিছু জানতেন তাহলে লোকেরা দিনেরপর দিন,রাতের পর রাত জেগে পড়াশোনা করে ডাক্তার হতে যেতোনা কেউ। আপনারা এই অবলাপ্রাণীদের চিকিৎসা করে মোটা টাকা গুনে হয়তো চলে যাবেন, কিন্তু এই অবলা পশুটির কিছু হলে সে কিন্তু এক বা একাধিক পরিবার-কে হারাবে। 

এই পোস্টটি আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি। আমি শুধু সকল পশুপ্রেমীদের উদ্দেশ্য বলছি, আপনারা যেমন নিজের সন্তানদের কোনো রোগবালাই হলে ডাক্তার দেখান,হসপিটালে নিয়ে যান,কোনো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেন। ঠিক সেমনি এই সারমেয় দের রোগব্যাধির ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তার কিংবা তার সমতুল্য যোগ্যতা সম্পন্ন ব্যাক্তিদের পরামর্শ নিন। হাতুড়ে এভং বিক্রেতাদের হাতে আপনাদের সন্তানদের তুলে দেবেন-না। 
ওদের ও প্রাণ আছে,
ওদের ও বাঁচার অধিকার আছে।

লেখা - নিজস্ব
ছবি - Titly

অঙ্কিতা দিদি ও দিদির ছানাপোনা

বন্ধুরা সবাই কেমন আছো? অনেকদিন পর আবারো একটা গল্প নিয়ে চলে এলাম।  যেই গল্পের মুখ্য চরিত্র কাজল, আলু আর মায়াকে নিয়ে। অঙ্কিতা দিই হচ্ছে এই বাচ...