বিখ্যাত Meme Dog Cheems আর নেই আমাদের মাঝে। সাধারনত Cheems কে আমরা মিমের মাধ্যমেই কমবেশি সকলেই চিনি। বাচ্চাটি একবছর বয়সের থেকে হংকং এর একটি পরিবারে বড়ো হয়েছে। সোশ্যাল মিডিয়ায়। তার সুন্দর সুন্দর কার্যকালাপ গুলো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়।
Cheems_Balltze নামে একটি Instagram পেজ চালু করা হয় পরে। সেই পেজটিও ভাইরাল হয়েছে। Cheems মুলত 2017 সালে একটি চতুর ছবির মাধ্যমে চারিদিকে প্রচুর খ্যাতি অর্জন করেছিলো তখন থেকে সে তার দুষ্টু চেহারা এবং কাজের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় হয়েছে।
গত ২০২৩ সালে জুলাই মাসে Cheems ক্যান্সার ধরা পড়ে। পরে চিকিৎসা করা হয়। তবে গতকালের অস্ত্রোপচার শেষে, Cheems এর শারীরিক থেরাপি ব্যর্থ হয়। ফলস্বরূপ Cheems চলে যায় তারাদের দেশে। Cheems মৃত্যুর খবর তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম পেজ balltze-তেও পোস্ট করা হয়েছে। তারাদের দেশে ভালো থাকিস। আমাদের কে মজার মজার মেমে/ভিডিওর মাধ্যমে অনেক আনন্দ দিয়েছো। তোমার মেমে/ভিডিও গুলো স্মৃতি হয়ে থাকবে।
ছবি - Unsplash
তথ্যে - সোশ্যাল মিডিয়া।