Street dog
আগস্ট ৩১, ২০২০
।।সাবধান..কুকুরের ঘা ঠিক করতে ফিনাইল ব্যবহার বন্ধ করুন, এটি কুকুরের প্রাণ পর্যন্ত নিতে পারে।।
কাকু - তোরা বেকার বেকার এতোসব ওষুধপত্র কিনে পয়সা খরচ করছিস....কোনো মানে হয় এসবের।
কেন?
আমারা আমাদের মতোন ওকে সুস্থ করার চেষ্টা চালাচ্ছি। কারুর তো এতে অসুবিধা হওয়ার কথা নয়।।
কাকু - আরে তোরা তো ভালো কাজ করছিস..তাতে সেটি নিয়ে আমার কেন কারুর অভিযোগ নেই, কিন্তু পাড়ার সকলের কাছ থেম
কে বেকার এতো টাকার চাঁদা তুলে ওষুধ ও চিকিৎসার পেছনে খরচ করে একটা বৃদ্ধ ঘা ওয়ালা কুকুরকে সুস্থ করার জন্য....বৃথা চেষ্টা করছিস।
দুইদিন পরে তো মরেই যাবে..
- বাহহ রে..
ও মারা যাবে বলে ওর অসুস্থতা দেখেও চুপ করে থাকবো?
কাকু - ওইদেখো আরে আমি কি একবারও সেটা বলেছি নাকি....ওর পেছনে তোরা বেকার টাকাপয়সা খরচ করছিস..আমার পাল্লায় পড়লে আমি বেশীনা ফিনাইল দিয়েই ওর ঘা সারিয়ে তুলতাম।
- আপনি কি নিজের শরীরে কেটে গেলে কিংবা চোট পেলে সেখানে ফিনাইল ব্যবহার করেন??
কাকু - আরে বোকা..কেউ কি নিজের গায়ের ক্ষতস্থানে ফিনাইল দেয় নাকি..
- তাহলে ওদের গায়ের ঘায়ের সময় ফিনাইল ব্যবহার করার কথা বলছেন কেন?
(একটু উচ্চস্বরেই কথাগুলো বলা)
কাকু - (এদিক-ওদিক তাকিয়ে)
আরে রাগ করছিস কেন..তোদের টাকা পয়সা বাচানোর জন্যই বলছিলাম আর কি....
ছাড় বাদ দে, মানুষের ভালো করতে নেই।
এরপর কাকু সোজা সেখান দিয়ে নিজের গন্তব্য যেতে লাগলো..যাওয়ার সময় একবারও পেছনের দিকে তাকায় পর্যন্ত নিই।।
© - M.B
একটি বিশেষ আবেদন যদি এই বর্ষাকালে ঘা হয়েছে এমন কোনো কুকুর আপনার নজরে আসে..তবে সেই ঘা ছোটো থাকতেই ঠিক করে ফেলার চেষ্টা করুন....আর ওই ঘা ঠিক করতে ফিনাইল ব্যবহার একদম করবেন না...
ফিনাইল কুকুরের টিস্যু গুলোকে নাশ করে দেয়। এছাড়া এই ফিনাইল যদি কোনোক্রমে রক্ত ধারার সাথে গিয়ে মেশে তবে হিতে বিপরীত হয়ে যেতে পারে।
ঘা অল্প থাকতে থাকতে সারিয়ে তুলুন, নাহলে মাথায় কিংবা বুকে পিঠে ঘা হলে সেটি বড়ো হতে হতে....এমন একটা অবস্থায় চলে আসবে তখন আর কিছু করার থাকবেনা।
এইরকম অবস্থায় বিভিন্ন পশু চিকিৎসকের পরামর্শ কিংবা অভিজ্ঞ কারুর সহায়তা নিতে পারেন..তাদের কথামতো ভেটেরিনারি মেডিসিন (Veterinary Medicine ) কিংবা স্প্রে ব্যবহার করতে পারেন। অনেক ধরণেরই স্প্রে আছে যেগুলো ঘা শুকানোর ক্ষেত্রে বিশেষ উপযোগী এবং সকলের সাধ্যের মধ্যে।
তাই পরেরবার থেকে অবশ্যই সতর্ক থাকবেন।।
আর হ্যাঁ আলোচ্যে লেখাটি যেই কাকুটি কে নিয়ে সেটি একেবারে কাকতালীয়....যদি কারুর সাথে মিল পেয়ে যাও তো অবশ্যই কমেন্ট করো। আজকাল কার সমাজে এই ধরণের অনেক অভিজ্ঞ লোক দেখতে পাওয়া যায়, যারা কিনা সকল বিষয়ে মেধা তালিকায় নিজেকে শীর্ষে রাখতে ভালোবাসেন। এদের থেকেও দুরত্ব বজায় রাখুন। যদি আগে কেউ কোনোদিন এইরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকো তো অবশ্যই জানিও।
আর হ্যাঁ..কোনো কুকুর ও বিড়ালদের রোগবালাই নিয়ে কিছু জানার থাকলে
kolkata street dog কে follow করো। আমি নিজে ব্যাক্তিগত ভাবে এই গ্রুপটিকে follow করি।
লাইক,শেয়ারের দরকার নেই, পোস্টটা মন দিয়ে পড়ো..তাহলেই হবে।