ছেলেটা প্রচন্ড কুকুর ভালোবাসতো..এইতো এক সপ্তাহ আগে পাড়ার ভুলু সুন্দরী বাচ্চা গুলো দিয়েছিলো..কিন্তু হঠাৎ কুকুরের বাচ্চা গুলো আজ সকালেই মারা গেলো। এখন ছেলেটা ইস্কুল দিয়ে ফিরলে ওকে আমি কি করে এই কথাটা বলবো..
বাড়িতে অনেক বছর পুরনো বাতাবি লেবু গাছ-টা তিনমাস আগেও ফল দিতো ভালো..কিন্তু তিনমাসের ভেতর গাছটা শুকিয়ে গেলো..
৪৫ বছরের পাশের পাড়ার শক্তপোক্ত পরিশ্রমী লোকটা..হঠাৎ করে মারা গেলো..অথচ লোকটা কোনো নেশা করেনা, কোনো শত্রু রাখেনা একজন হাসিখুশি ভদ্রলোক।
পাশের বাড়ির উঠানে শখ করে বসানো গাছের চারা গুলো কে যেন রাতারাতি উপড়ে ফেলে দিয়েছে..
বাতাসে একটু কান পাতলে আরও এইরকম আরও কত কাহিনী আপনার কানে আসবে..আপনার শত্রুরা যখন আপনাকে পরাজিত করতে পারবেনা তখন তারা আপনার সবথেকে সখের জিনিসটাকেই আপনার থেকে দূরে সরিয়ে দেবে।
**প্লিজ নিজের ব্যক্তিগত শত্রুতা মেটানোর জন্য কোনো অবলা প্রাণীর ক্ষতি করবেন না।
এইসব বিষয় গুলো কাকতালীয়..শুধুমাত্র লেখাটিকে অলংকার দেওয়ার উদ্দেশ্যে ব্যবহৃত। এইরকম অন্ধবিশ্বাস থেকে দুরত্ব বজায় রাখুন **