Kolkata Midnight Talk

প্রতিদিন আমাদের সাথে অসংখ্য ঘটনা ঘটে। সেই সকল ঘটনা যেগুলো আমরা কেউ শেয়ার করার মতোন কাউকে পাইনা, আমাদের ব্লগে সেই সকল অজানা গল্প, অবলা পোষ্য সংক্রান্ত বিভিন্ন লেখা ছাড়াও কিছু লেখকের ভূত ও ভালোবাসার গল্প পাবেন। আশা রাখছি আমাদের পাশে আপনাদের মতোন বন্ধুদেরকে সবসময় পাবো।

LightBlog

Breaking

রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

স্ট্রবেরি সোনার দুনিয়া। Megha Bose।

ছবি ও গল্প - Megha Bose
উপস্থাপনায় - Silient talks of midnight animals      

  ~ স্ট্রবেরি সোনার দুনিয়া। 

হেই বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবনেই পছন্দের তালিকায় কিছুনা কিছু বিশেষ জিনিস থাকে। যেগুলো আমরা কারুর সাথে ভাগ করে নিতে চাইনা। কারণ সেই জিনিস টুকু শুধুই যে নিজস্ব হয় তাই নয় একান্ত ব্যক্তিগতও বটে। আজ আমি আপনাদের একটি খরগোশের গল্প শোনাবো। হ্যাঁ ছোটো একটা খরগোশ সোনার গল্প। যার নাম স্ট্রবেরি বাড়ি তার বেলঘরিয়ার কোনো একটা জায়গায়। তবে তার দিদিমা তাকে ভালোবেসে পিমপিম বলে ডাকে। এই পিমপিম সোনাকে তার দিদার কাছে....পিমপিমের দিদিমার যে দিদি তার ছেলে অক্টোবর মাসের পাঁচ তারিখে নিয়ে আসে।

স্ট্রবেরি সোনার দিদা যেহেতু সারাক্ষণ বাড়িতেই থাকে তাই তার সঙ্গী বলতে কেবল তার একমাত্র ছোটো সোনাটাই। স্ট্রবেরির দিদা স্ট্রবেরি'কে ডাকলে ও সাথে সাথে চলে আসে আর তার দিদা বসে থাকলে স্ট্রবেরি তার দিদার কোলের উপর উঠে বসে পড়ে। স্ট্রবেরি আদর খেতেও খুব পছন্দ করে । ওর কান টা আলতো হাতে কেও ধরলে ও খুব আরাম বোধ করে। ওর প্রিয় খাবার কলমি শাক আর গাজর। স্ট্রবেরি দূর্বা ঘাস খেতেও ভালোবাসে। স্ট্রবেরির পছন্দের তালিকায় আবার মুড়ি ও আছে।
ছবি - স্ট্রবেরির দিদা ও স্ট্রবেরির সাথে।  


স্ট্রবেরির কোনো ভাই বা বোন নেই স্ট্রবেরি একাই। তবে তাতে বিন্দুমাত্র দুঃখ স্ট্রবেরির নেই, স্ট্রবেরি তার দিদার সবচেয়ে প্রিয় এবং কাছের বন্ধু।


এমনিতে সারাক্ষন স্ট্রবেরির দিদা স্ট্রবেরিকে চোখে চোখেই রাখে। স্ট্রবেরি বাড়িতে থাকলেও তার দিদার নজর ছাড়া হয়না কখনো। স্ট্রবেরির  অভিমান হলে বা কষ্ট হলে স্ট্রবেরির দিদা সেটা বুঝতে পারে, স্ট্রবেরি তখন তার দিদার কাছে এসে খুব আদর খেতে চায় । আর তখন স্ট্রবেরিকে ওর প্রিয় কলমি শাক আর গাজর দিলে সব কান্না ও ভুলে যায় আর সেগুলো তৃপ্তি নিয়ে খায়। এছাড়া ওর প্রিয় টেডির ওপর মাথা দিয়ে ঘুমোতে খুব ভালোবাসে। 

স্ট্রবেরি বাড়ির সবার মধ্যে শুধু দিদাকেই মানে এবং সবথেকে বেশী চেনে, স্ট্রবেরির দিদা স্ট্রবেরিকে কাছে ডাকলেই চলে আসে। এরা এবং এদের মতন সকলে তো এমনি ভালোবাসার কাঙাল হয়।

এই হচ্ছে স্ট্রবেরির একটা ছোটো গল্প। কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন।

উপস্থাপনায় - Silient talks of midnight animals      

অঙ্কিতা দিদি ও দিদির ছানাপোনা

বন্ধুরা সবাই কেমন আছো? অনেকদিন পর আবারো একটা গল্প নিয়ে চলে এলাম।  যেই গল্পের মুখ্য চরিত্র কাজল, আলু আর মায়াকে নিয়ে। অঙ্কিতা দিই হচ্ছে এই বাচ...