ভেড়া - বৈজ্ঞানিক নাম (ovis aries)
পৃথিবীর সকল দেশেই ভেড়া পালন হয়ে থাকে..এই শান্ত স্বভাবের নিরামিষাশী প্রাণীটির সাথে সকলেই কমবেশী পরিচিত। প্রাচীন সময়ের ইরানে আনুমানিক ৬০০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে ইরানে পশমওয়ালা ভেড়া পালন শুরু হয়, (সূত্র -Wikipedia) এছাড়াও মেসোপটেমিয়া ছাড়াও আরও অন্যান্য জায়গায় ভেড়া পালনের যথেষ্ট প্রচলন ছিলো।
ভেড়ার দুধ,গোবর,পশম,চামড়া সবই কাজে লাগে এইজন্য ভেড়া পালন যথেষ্ট লাভজনক।
কিন্তু এখন যে ভেড়ার কথা আপনারা জানতে চলেছেন সেটি শুনলে আপনারা অবাক হবেন আর সাথে নির্বাক তো বটেই। বিক্রি হয়ে গেলো বিশ্বের সবথেকে দামী ভেড়া যাকিনা ব্রিটিশ পাউন্ডে ৩ লাখ ৬৭ হাজার ৫০০ টাকায়।
ভেড়াদের মধ্যে এই ভেড়াটি সেরা, তাই বিশ্বের
সবথেকে দামি ভেড়া ‘ডবল ডায়মন্ড’
বিক্রি হয়ে গেলো একটি নিলামে।দাম
উঠে গেলো কোটি টাকা। স্কটল্যান্ডে
বাদামি অথবা স্বর্ণালি পশমের রঙের টেক্সেল প্রজাতির এই বিশেষ ভেড়াটি যাইবলুন না কেন..তার বিশেষ পেশিবহুল চেহারা রীতিমতো অবাক করার বিষয়।
সংবাদসংস্থা সিএনএন সূত্রে খবর অনুযায়ী, স্কটল্যান্ডের ল্যানমার্কে স্কটিশ ন্যাশনাল টেক্সেল সেলের আগে থেকেই এই ভেড়া নিয়ে শুরু হয়েছিল চর্চা। মাঝেমধ্যে স্কটল্যান্ডে টেক্সেল শিপ সোসাইটির তরফে এই রকমের ভেড়াদের নিলাম করা হয়। সেখানে ভালই দাম ওঠে তাদের। তাই বলে একটা ভেড়ার যে এত দাম উঠবে তা হয়তো ভাবতেই পারেননি কেউ।
অন্যান্য ভেড়ার থেকে অবশ্য একটু বেশি দামেই শুরু হয়েছিল ডবল ডায়মন্ডের নিলাম। শুরুতে তার দাম কম রাখা হলেও তারপর থেকে শুরু হয় নিলাম। দাম বাড়তেই থাকে। সবাই যেন কেনার জন্য হাপিত্যেশ করছিলেন। অবশেষে দাম বাড়তে বাড়তে আকাশ ছোঁয়া দামে পোঁছে যায়।
এই সুন্দর দেখতে ভেড়াটি চার্লি বোডেন ও তার পরিবার বিক্রি করেছেন।বৃহস্পতিবার (২৭ আগস্ট) এই ভেড়াটি বিক্রি হয়েছে। জানা গিয়েছে একজনের পক্ষে এই দাম দেওয়া সম্ভব হয়নি। তো তিনটি ফার্ম মিলে একসঙ্গে কিনেছে এই ভেড়াটি। তাই চুক্তি মোতাবেক টাকা জমা দেওয়ার পরেই ভেড়াটিকে পাঠিয়ে দেওয়া হবে।
ভেড়াটিকে যে তিনটি ফার্ম কিনেছে তার মধ্যে একটি ফার্মের মালিক জেফ এইকেন দ্য গার্ডিয়ানকে বলেছেন, “এটা ভেড়ার ব্যবসা অন্য আর পাঁচটা ব্যবসার মতোই। এই ভেড়াটি আমার দেখা সবচেয়ে নিখুঁত ও চমৎকার।
টেক্সেল শিপ সোসাইটি জানিয়েছে, এই টেক্সেল প্রজাতির ভেড়া সবথেকে উৎকৃষ্ট। তাদের মাংসও নাকি খুব সুস্বাদু। হল্যান্ডে এই জাতীয় ভেড়ার নাকি প্রচলন অনেক বেশী। তাই যাঁরা ভেড়া নিয়ে কারবার করেন, তাদের কাছে ভেড়ার দুধ,চামড়া,পশম,গোবর সবকিছুই ব্যবসার স্বার্থে খুবই লোভনীয়। এর আগে ২০০৯ সালে বিক্রি হয়েছিলো, ডেভেরোন ভেল পারফেকশন নামের একটি ভেড়া যা কিনা (২লাখ ৩১ হাজার পাউন্ডে) তারপর থেকে ১১ বছর অক্ষত ছিল সেই রেকর্ড। অবশেষে সব রেকর্ড ভেঙে দিল ২০২০ এর ডবল ডায়মন্ড।
সূত্র - দ্য গার্ডিয়ান,সি.এন.এন