Kolkata Midnight Talk

প্রতিদিন আমাদের সাথে অসংখ্য ঘটনা ঘটে। সেই সকল ঘটনা যেগুলো আমরা কেউ শেয়ার করার মতোন কাউকে পাইনা, আমাদের ব্লগে সেই সকল অজানা গল্প, অবলা পোষ্য সংক্রান্ত বিভিন্ন লেখা ছাড়াও কিছু লেখকের ভূত ও ভালোবাসার গল্প পাবেন। আশা রাখছি আমাদের পাশে আপনাদের মতোন বন্ধুদেরকে সবসময় পাবো।

LightBlog

Breaking

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

সাহায্যে চাই

কিরে????
কয়দিন ধরে দেখছি তুই রাস্তার কুকুরদের বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছিস..! তারপর আবার কিছুক্ষণ বাদে ছেড়েও দিচ্ছিস..তোর ব্যাপারটা কি?

 - এদিক-ওদিক তাকিয়ে আমাদের সমাজসেবী ভাই বলে উঠলো..সব বলবো আর সাথে এটাও বলবো..কিভাবে ঘরে বসে মাসে পয়সাও কামানো যায়। তার আগে একটু হেল্প করবি?

কি হেল্প লাগবে তোর?

 - তোর ফোন দিয়ে কটা হেব্বি  এইচ.ডি কোয়ালিটির ছবি তোল।। আমার সাথে কুকুরটার।

 ওকে তুলছি.....

- হুম....!
(বেশ কয়েকটা ছবি তোলার পর) 

 ব্যস ব্যস অনেক হয়েছে। এবার আমার বাড়ি চল।। কথা আছে তোর সাথে।।

- বাড়িতে যাওয়ার পর -

বল কি বলছিলি..
কিভাবে বাড়ি বসে টাকা কামানো যায়।।

ঠিক তখনি পাশের ঘর থেকে একটা বিদেশী জাতের কুকুর বেড়িয়ে এলো....

আমাদের ফটোগ্রাফার ভয় পেয়ে গেছিলো..ফটোগ্রাফারের মুখে ভয়ের ছাপ দেখে.. আমাদের কুকুরপ্রেমী ভাই নিজের কুকুরটিকে এক ধমক দিয়ে পাশের ঘরে চলে যেতে বললো।।

কুকুরটি পাশের ঘরে যাওয়া মাত্রই...

আমাদের ফটোগ্রাফার ভাই বলে উঠলো - -

কি রে ব্যাপারটি কি?
তুইতো আজকাল ফেসবুকে খুব পোস্ট করিস যে..দেশী কুকুর ভালোবাসুন, বিদেশী কুকুর পুষে বিলাসিতা করা বন্ধ করুন..কারণ রাস্তার কুকুরদের ও ঘর দরকার..

তো তুই বাড়িতে এইরকম একটা কুকুর পুষেছিস..আবার বাড়িতে দেশী কুকুর নিয়ে আসিস..ফেসবুকে দেশী কুকুর নিয়ে প্রতিবাদের পর প্রতিবাদ করিস?? বলি এসব তো কিছুই আমার মাথায় আসছেনা ভাই।।

 - আরে মাথা ঠান্ডা কর..একবারে এতো উত্তেজিত হওয়া উচিত হবে না।

 কিন্তু এসবের মানে কি?
আমিতো কিছুই বুঝতে পারছিনা।

- বুঝবি তার আগে মন দিয়ে আমার কথা শোন।
আমার সাথে প্রতিদিন বিকেলে বেরবি, আমরা বিভিন্ন দেশী কুকুরের সাথে ছবি তুলবো..তুই সেই ছবি রাতে আমাকে হোয়াটসঅ্যাপে  দিবি..আমি ওদের নিয়ে বিভিন্ন লেখা লিখবো আর ফেসবুকে পোস্ট করবো..

 ও তার মানে ফেসবুকে ফলোয়ার বাড়ানোর কথা বলছিস.. 

 - আরে না ভাই..তোর কথা পুরোপুরি ঠিকওনা আবার ভুল বলতেও পারিনা। তবে যতো বেশী মানুষ আমার পোস্ট পড়বে ততো আমার পক্ষে লাভজনক।। 

দেখ..বাড়িতে একটা দেখেছিস তো, ওটার খাওয়া-দাওয়া, পরিচর্যা করতে করতে অনেক টাকা বেড়িয়ে যায়। তারপর সবাই চায় যে, নিজের একটা এক্সট্রা ইনকাম হোক। তো কোথা থেকে আসবে টাকা??

তাইজন্য তুই বলেই বলছি।।
আমার সাথে থাক..একটু হলেও টাকার মুখ দেখতে পাবি।

  কিন্তু টাকা আসবে কোথা দিয়ে??

 - আমার চেনাশোনা একটা দাদা আছে যেকিনা কুকুরদের ট্রিটমেন্ট করে..তবে কি জানিস তার কোনো ফেসবুক আইডি নেই।তো.. আমি কি করি তার হেল্পারি করি..আর তার সাথে গিয়ে বিভিন্ন কুকুরের ছবি তুলি..

তারপর ফেসবুকে পোস্ট করি..যে " এই কুকুরটির এই হয়েছে, এর জন্য কিছু সাহায্য করলে ভালো হয় "
ব্যস ভাই..এরপর নিজের পেটিএম নম্বর দিয়ে দিই পোস্টের নিচে..ওখান থেকে বিশ্বাস কর জলের মতোন টাকা আসে।।


 কিন্তু যেই লোকেরা টাকা দিচ্ছে তারা যদি ওই কুকুরটা সুস্থ হলো কিনা কিংবা কুকুরটির অবস্থা জানার জন্য কিংবা বর্তমানে কুকুরটিকে যদি তোর থেকে দেখতে চায়.. তখন কি করিস??


 - আরে কিছুই না, কুকুরটি সুস্থ হয়ে গেলে..ওর সেই অবস্থার ও ছবি তুলে ফেসবুকে পোস্ট করি..সত্যিটা না জানলে কেউ কি আর পয়সা দেবে?
তুইও আই এই লাইনে দেখবি..বসে বসে ইনকাম করতে পারবি..!!

ভাই আমার বাবা-মা আমাকে সবসময়ই বলে..
উৎপাতের টাকা চিৎপাতে যায়। নিজের পেট চালানোর জন্য কিছুনা কিছু ব্যবস্থা ঠিক হয়ে যাবে। বাড়িতে বিদেশী কুকুর পুষেছিস যদি তোর..ক্ষমতায় না কুলোয় তাহলে পুষেছিস কেন?? আর আমাকে নিয়ে তোর ভাবতে হবেনা ভাই..আজ হয়তো বেকার আছি তবে কাল থাকবোনা। তবে তোর পথ যদি অবলম্বন করি
তবে কিছু সময়ের জন্য সুখ শান্তি পেলেও সেটার কিন্তু কোনো দাম নেই। নিজের বাড়িতে ডাল-ভাত খাই তবে খুশিতে থাকি..
আর তুই যেপথ অবলম্বন করছিস আমি ছোটোমুখে বড়ো কথা বলছি হয়তো..যদি পারিস এই পথ থেকে বেড়িয়ে আই।।
কারণ সত্যিটা একদিন না 
একদিন প্রকাশ্যে আসবেই। একবারও কি তোর মনে হলোনা তোর জন্য..কত এমন মানুষ আছে..যাদের সত্যিকারের সাহায্য প্রয়োজন তাদের কে মানুষ কোন ভরসায় সাহায্য করবে??
তারা তো ভুক্তভোগীর স্বীকার হচ্ছে।।

চললাম রে ভাই,
আর আমি বাড়ি যেতে যেতে পারলে আমাকে আনফ্রেন্ড করে দিস, বুঝিস তো 
সবার গায়ে তো আর তোর মতোন কুলাঙ্গারের চামড়া নেই। তাই যদি কোনোদিন মুখ খুলে ফেলি।।



** এই হচ্ছে বর্তমান অবস্থা..আমরা প্রতিনিয়ত না জেনে অনেক ফাঁদে পা দিয়ে ফেলি..কিন্তু এরজন্য ভুক্তভোগী হতে গয় সাধারণ মানুষদের। এইরকম চিটিংবাজ বাজদের জন্য..যাদের সত্যিকারের সাহায্য দরকার..আমরা তাদের কাছে সাহায্য পৌঁছে দিতে পারিনা।

আবার..আমরা মাঝেমধ্যে যে সাহায্য চাইছে তার কি সত্যি কারের সাহায্য দরকার নাকি দরকার নেই আমরা এইসব ঘটনার দিক থেকে বিচার করলে তার উত্তর-টা আমরা বের করতে পারিনা **


সর্বশেষে এক টাকা হোক কিংবা একশো টাকা। সেই টাকা পয়সায় কিন্তু আপনার ঘাম আপনার রক্ত লেগে থাকে..আবার কত টাকা-পয়সা রাত না জাগা গল্পের সাক্ষী হয়ে থাকে.. 

নাজানি কত শখ, কত ইচ্ছা বিসর্জন করে ইনকাম করেছেন আপনি..

তাই পরেরবার থেকে কাউকে সাহায্যে করবার আগে একটু ভাববেন..যে আপনি ঠিক লোককে সাহায্য করছেন তো?? কারণ এইসব ঘটনার স্বীকার কিন্তু সাধারণ মানুষেরাই হয়ে থাকে

উপরের লেখাটি কাল্পনিক ঘটনার উপর ভিত্তি করে লেখা....বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এবং এই লেখাটির মাধ্যমে সেইসকল মানুষদের চিহ্নিত করা হয়েছে যারা কিনা সাধারণ মানুষের সাহায্য এইরকম একটা নিন্মমানের কাজ করে..
যাদের জন্য সত্যিকারের সাহায্যের দরকার ভুক্ত মানুষরা বঞ্চিত হয়।।

সুস্থ থাকুন,ভালো থাকুন।।

7/9/2020
Fb Page - silent talks of midnight animals

অঙ্কিতা দিদি ও দিদির ছানাপোনা

বন্ধুরা সবাই কেমন আছো? অনেকদিন পর আবারো একটা গল্প নিয়ে চলে এলাম।  যেই গল্পের মুখ্য চরিত্র কাজল, আলু আর মায়াকে নিয়ে। অঙ্কিতা দিই হচ্ছে এই বাচ...