Kolkata Midnight Talk

প্রতিদিন আমাদের সাথে অসংখ্য ঘটনা ঘটে। সেই সকল ঘটনা যেগুলো আমরা কেউ শেয়ার করার মতোন কাউকে পাইনা, আমাদের ব্লগে সেই সকল অজানা গল্প, অবলা পোষ্য সংক্রান্ত বিভিন্ন লেখা ছাড়াও কিছু লেখকের ভূত ও ভালোবাসার গল্প পাবেন। আশা রাখছি আমাদের পাশে আপনাদের মতোন বন্ধুদেরকে সবসময় পাবো।

LightBlog

Breaking

শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

এ কেমন সাহায্য।

ছবি - ichapur animal lovers   
সমস্যা যাইহোক না কেন? বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া সবার আগে প্রয়োজনীয়..আপনার প্রিয়জনদের শারীরিক সমস্যা হলে আপনারা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান..

তবে (কিছু মানুষ) এই অবলাদের শারীরিক সমস্যার ক্ষেত্রে ফেসবুকে সাহায্যে চেয়ে কি পায়?? সবার সাজেশন যে ঠিক হবে এমন-টা কোথাও লেখা নেই..তাদের পোষ্যরা যেই ওষুধে ঠিক হয়েছে, সেই ওষুধটা আপনার পোষ্য খেলে যে ঠিক হবে এমন-টা কোথাও লেখা নেই।



তাই পরেরবার থেকে পোষ্যদের শারীরিক সমস্যা দেখা দিলে পশু চিকিৎসকের কাছে নিয়ে যান..এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিন। অথবা স্থানীয় কোনো এন.জি.ও দের সাথে যোগাযোগ করুন..যারা এইরকম পথপশুদের পরিষেবা দিয়ে থাকে..
এইভাবে ফেসবুকে পোস্ট করে..অন্যদের আশায় বসে থাকবেন না..মনে রাখবেন ভুল চিকিৎসা কিংবা গাফিলতির কারনে কিছু ক্ষতি হলে..আপনারি হবে..অন্যকারোর নয়।

অঙ্কিতা দিদি ও দিদির ছানাপোনা

বন্ধুরা সবাই কেমন আছো? অনেকদিন পর আবারো একটা গল্প নিয়ে চলে এলাম।  যেই গল্পের মুখ্য চরিত্র কাজল, আলু আর মায়াকে নিয়ে। অঙ্কিতা দিই হচ্ছে এই বাচ...