Street dog
সেপ্টেম্বর ২৬, ২০২০
এ কেমন সাহায্য।
ছবি - ichapur animal lovers
সমস্যা যাইহোক না কেন? বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া সবার আগে প্রয়োজনীয়..আপনার প্রিয়জনদের শারীরিক সমস্যা হলে আপনারা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান..
তবে (কিছু মানুষ) এই অবলাদের শারীরিক সমস্যার ক্ষেত্রে ফেসবুকে সাহায্যে চেয়ে কি পায়?? সবার সাজেশন যে ঠিক হবে এমন-টা কোথাও লেখা নেই..তাদের পোষ্যরা যেই ওষুধে ঠিক হয়েছে, সেই ওষুধটা আপনার পোষ্য খেলে যে ঠিক হবে এমন-টা কোথাও লেখা নেই।
তাই পরেরবার থেকে পোষ্যদের শারীরিক সমস্যা দেখা দিলে পশু চিকিৎসকের কাছে নিয়ে যান..এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিন। অথবা স্থানীয় কোনো এন.জি.ও দের সাথে যোগাযোগ করুন..যারা এইরকম পথপশুদের পরিষেবা দিয়ে থাকে..
এইভাবে ফেসবুকে পোস্ট করে..অন্যদের আশায় বসে থাকবেন না..মনে রাখবেন ভুল চিকিৎসা কিংবা গাফিলতির কারনে কিছু ক্ষতি হলে..আপনারি হবে..অন্যকারোর নয়।